Monday, March 7, 2016
Thursday, March 3, 2016
Monday, February 29, 2016
Sunday, February 28, 2016
রসায়নের ভাষায় প্রেমপত্র
কেমন হবে যদি রসায়নের ভাষয় propose করা হয়!.......................................
প্রিয় অক্সিজেন,
প্রথমে নাও হৃদয়ের প্রমাণ তাপমাত্রা ও চাপে 1Mole ভালোবাসা। তুমি আমার প্রেম পর্যায় সারণির ১১২ নম্বর মৌল। বিশ্বাস করো, তুমি আমার অনেক ক্রিয়া-বিক্রিয়ার ফল। তোমাকে একদিন না দেখলে হৃদয় CO₂ দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। তোমাকে দেখলে আবার CO₂ অপসারিত হয়ে O₂ দ্বারা পরিপূর্ণ হয়। তোমার চোখে চোখ রাখলেই মনে হয় তোমার চোখে রাদারফোর্ডের ভালোবাসা মডেলের আলফা কণা বিচ্ছুরিত হচ্ছে। তোমার চোখের ঐ চাহনি গামা রশ্মির মতো হৃদয় ভেদ করে চলে যায়। তোমার আমার মধ্যে যে প্রেম রাসায়নিক বন্ধন সৃষ্টি হয়েছে তা কখনোই ভেঙ্গে যাবার নয়। অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু, পরমাণুকে ভাঙলে পাওয়া যায় মৌলিক কণিকা। কিন্তু আমার হৃদয়টা নিয়ে হাজার হাজার বছর গবেষণা করলেও তোমাকে ছাড়া অন্য কোন কিছু পাওয়া সম্ভব নয়। আমার এ প্রেম বোর- পরমাণু মডেলের মতো নয় যে, তোমার চেয়ে সুন্দরী মেয়েকে দেখলে, এক লাফ দিয়ে তার গলায় ঝুলে পরবে। বার্জেলিয়াসের সুত্র ভুল প্রমাণিত হয়েছে কিন্তু তোমার আমার প্রেম কোন মনোবিজ্ঞানিই কোন দিনও ভুল প্রমাণ করতে পারবে না। নিউক্লিয়াসের চারপাশে যেমন ইলেকট্রন ঘুরতে থাকে, তেমনি আমি প্রত্যেক বিকালে তোমাদের বাড়ির চারপাশে ঘুরতে থাকি তোমাকে এক নজর দেখার জন্য। তাই তুমি আর হিলিয়ামের মত নিষ্ক্রিয় না থেকে লিথিয়ামের মতো সক্রিয় হয়ে আমার প্রেমে সাড়া দাও।
ইতি,
তোমার কার্বন।
Subscribe to:
Posts (Atom)