Wednesday, June 21, 2017

DJ Pythagoras


Why is the logic gate called the logic gate

ইলেকট্রনিক্স ডিভাইসের মৌলিক বিষয়গুলোর মধ‍্যে লজিক গেইট একটি। আমাদের মনে প্রায়ই প্রশ্ন জাগে, কেন এর নাম লজিক গেইট দেয়া হয়ছে। এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সমাধান পেতে এখনি ভিডিওটি দেখে ফেলো এবং শেয়ার করে বন্ধুদের দেখতে সাহায‍্য করো।

The এর বাংলা উচ্চারণ

কোন কিছুর নির্দিষ্টতা বুঝাতে definite article "The" ব‍্যবহার করা হয়। কিন্তু আমরা সঠিকভাবে না জেনে কিছু সময় একে "দি" বলি, কিছু সময় "দা" বলি। চলো অভিজিৎ সরকার -র ছোট্ট এই ভিডিও থেকে ক্ষেত্রবিশেষে "The" -র সঠিক উচ্চারণ জেনে নিই।

"খিচুড়ি তত্ত্ব"

অভিজিৎ সরকার তার নিজের আবিষ্কৃত "খিচুড়ি তত্ত্ব" -র সাহায‍্যে অতি সুন্দর ও সহজ ভাষায় "ডেটা" এবং "ইনফরমেশন" এর মধ‍্যকার পার্থক‍্য ব‍্যখ‍্যা করেছেন ভিডিওটিতে।

ধারক বা ক‍্যাপাসিটর

ধারক বা ক‍্যাপাসিটর হলো ব‍্যাটারির আদিরূপ। বর্তনীতে চার্জ ধরে রাখার জন‍্য এটি ব‍্যবহার করা হয়। আরো জানতে দেখে ফেলো ভিডিওটি।
#Mathience

"পূর্ণ অভ‍্যন্তরিন প্রতিফলন"

আলোক রশ্মি অভিলম্বের সাথে যে কোণে আপতিত হয় তাকে আপতন কোণ এবং অভিলম্বের সাথে যে কোণ সৃষ্টি করে প্রতিফলিত হয় তাকে প্রতিফলন কোণ বলে। আলোর একটি সাধারণ বৈশিষ্ট‍্য নির্দিশ্ট মাধ‍্যমে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে। কিন্তু যদি একটি ঘন মাধ‍্যম থেকে আরেকটি অপেক্ষাকৃত কম ঘন মাধ‍্যমে আলোকরশ্মি প্রেরণ করা হয় তবে সর্বদাই প্রতিফলন কোণ আপতন কোণের চেয়ে বেশি হবে। আপতন কোণ বৃদ্ধি করতে থাকলে একসময় দেখা যাবে প্রতিফলিত রশ্মিটি বিভেদ তলের সাথে ০° এবং অভিলম্বের সাথে ৯০° কোণ করে প্রতিসরিত হবে, এই নির্দিশ্ট আপতন কোণ কে বলা হয় ক্রান্তি কোণ। আপতন কোণ যদি ক্রান্তি কোণের চেয়ে বৃদ্ধি করা হয় তবে আলোক রশ্মি আর হালকা মাধ‍্যমে প্রবেশ না করে বিভেদতলে প্রতিফলিত হয়ে ঘন মাধ‍্যমে ফিরে আসে আর এই ঘটনাকেই বলা হয় পূর্ণ অভ‍্যন্তরিন প্রতিফলন। আরো সহজে "পূর্ণ অভ‍্যন্তরিন প্রতিফলন" বুঝতে ভিডিওটি দেখতে পারো।