Saturday, November 10, 2018

আরডুইনো পরিচিতি Bangla Tutorial | Arduino Hatekhori

LED জ্বালানো থেকে শুরু করে ইন্টারনেটের মাধ্যমে বাসার ফ্যান,লাইট ইত্যাদি নিয়ন্ত্রণ করা সবই সম্ভব আরডুইনো দিয়ে।
 আরডুইনো কি সেটা জানার জন্য তার আগে অবশ্যই দুটি জিনিস জেনে নিতে হবে। মাইক্রোকন্ট্রোলার ও প্রোগ্রামার বা  লোডার।

মাইক্রোকন্ট্রোলার: মাইক্রোকন্ট্রোলার ইলেকট্রনি· জগতের এক অবিস্মরনীয় উদ্ভাবন। এটি একটি সিঙ্গেল চিপ মাইক্রো  ক¤িপউটার। এটি একটি সমšি^ত বর্তনী (IC) এটি দিয়ে ক¤িপউটার প্রোগ্রামের মাধ্যমে যেকোন লজিক্যাল সার্কিট ক্সতরি করা যায়। এটি দিয়ে যে কাজ করতে চান তার জন্য প্রোগ্রাম লোড করে দিলেই সেই অনুযায়ী মাইক্রোকন্ট্রোলার কাজ করা শুরু করবে।
প্রোগ্রামার বা লোডার: ক¤িপউটারে লিখিত প্রোগ্রাম মাইক্রোকন্ট্রোলারে লোড করার সার্কিটই হলো প্রোগ্রামার বা লোডার বা  বার্নার। মাইক্রোকন্ট্রোলারে সিরিয়াল পোর্ট,প্যারালাল/প্রিন্টার পোর্ট এবং USB পোর্টের মাধ্যমে প্রোগ্রাম লোড করা যায়।



আরডুইনো হলো তিনটি জিনিসের সমš^য়।
 ১.ডেভেলপমেন্ট বোর্ড,২.প্রোগ্রামিং এনভায়রনমেন্ট,৩.কমিউনিটি বা সাপোর্ট।

ডেভলপমেন্ট বোর্ড: একটি সিঙ্গেল বোর্ডে মাইক্রোকন্ট্রোলার ও লোডার স্থাপন করে ডেভেলপমেন্ট বোর্ড ক্সতরি করা হয়।  এতে আলাদা কোন লোডারের প্রয়োজন হয় না সরাসরি USB দিয়ে প্রোগ্রাম লোড করা যায়।

প্রোগ্রামিং এনভায়রনমেন্ট (IDE): এটি একটি সফটওয়্যার বা ক¤পাইলার। এতে প্রোগ্রাম রচনা করে আরডুইনোতে লোড  করতে হয়। আরডুইনো কিভাবে কাজ করবে তার Instruction বা নির্দেশনা হলো এই প্রোগ্রাম।

কমিউনিটি: নতুন কোন ডিভাইস,সেন্সর,মডিউল ইত্যাদি ক্সতরি হলে তা আরডুইনোতে ব্যবহার উপযোগী করার জন্য  লাইব্রেরি ফাংশন ক্সতরির কাজ যারা করছে তারাই হলো কমিউনিটি বা সাপোর্ট অংশ। www.arduino.cc এমন একটি  কমিউনিটি।



ইনপুট/আউটপুট পিনের সংখ্যার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের আরডুইনো বোর্ড পাওয়া যায়। তবে সবগুলো বোর্ড দিয়ে একই উপায়েই কাজ করতে হয়।





আরডুইনোর পিন পরিচিতি:  








same tutorial on youtube in bangla language: 




Robotics নিয়ে লেখা প্রথম বাংলা বই "আরডুইনো হাতেখড়ি" এখন পাওয়া যাচ্ছে রকমারি ডট কমে। অর্ডার করুন: http://rokomari.com/book/183842/arduino-hatekhori


No comments:

Post a Comment